
কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মো. মোবারক হোসেনের পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার করিমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
সোমবার (৭ জুলাই) রাতে শহীদ মোবারকের ছোট ভাই মোশারফ হোসেন করিমগঞ্জ থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেন।
পরিবারের অভিযোগ, অজ্ঞাত ব্যক্তিরা রাতের আঁধারে তাদের বাড়ির জানালার পাশে এসে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। হুমকিদাতারা মামলা তুলে না নিলে পরিবারের দুই শিশু সন্তানকে অপহরণ এবং বাড়িতে আগুন লাগানোর হুমকি দিয়েছে।
মোবারকের স্ত্রী শিউলি বেগম জানান, তার স্বামীকে আন্দোলনের সময় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার শাশুড়ি বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলা তুলে নিতে এখন অজ্ঞাত লোকজন তাদের ভয় দেখাচ্ছে। তারা শিশুদের অপহরণ এবং বাড়িতে আগুন লাগানোর হুমকি দিচ্ছে।
মোবারকের ভাইয়ের স্ত্রী পপি আক্তার বলেন, "এই হত্যার বিচার চাওয়া কি অপরাধ? মামলার পর থেকেই রাতের বেলা জানালার পাশে দাঁড়িয়ে ভয় দেখানো হচ্ছে। বাড়িতে পুরুষ সদস্য না থাকায় দুই শিশুকে নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
মোবারকের ছোট ভাই মোশারফ হোসেন জানান, তার মা বাদী হয়ে গত বছরের ১৯ সেপ্টেম্বর রায়েরবাগ থানায় ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। সেই মামলার একজন আসামি নিকলী থানার বাসিন্দা। মামলা দায়েরের পর থেকেই তাদের পরিবারকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রশাসন ও সরকারের কাছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার এবং হুমকিদাতাদের আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জিডি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর