
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার কেওয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সূত্রপাত হওয়া এই সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায়, মিরাজ খার নেতৃত্বে একদল লোক সুবর্ণকোলা গ্রামের ভূমিহীন পাড়ায় হামলা চালায়। হামলায় কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সদস্য তানজিল বিশ্বাস, লুৎফর রহমান, মুল্লুক ও আশিক আহত হন। তারা পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেঃ অবঃ এস এম মতিউর রহমান জুয়েল, কসবামাজাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি লাল চাঁদ এবং চুন্নু শেখ। তাদের বাড়িসহ প্রায় ২৫-৩০টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মুক্তি নামের একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
উল্লেখ্য, কসবামাজাইল ইউনিয়নে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ নিয়ে একাধিক মামলাও হয়েছে এবং বেশ কয়েকজন আসামি গ্রেফতারও হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর