
ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ভাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন নগরকান্দা উপজেলার শ্রীরাঙ্গাল গ্রামের আলিম শেখের ছেলে মোক্তার হুসাইন ওরফে মোকা (৪৫), যিনি দ্য ন্যাশনাল ইসলামিক প্রি ক্যাডেট স্কুলের পরিচালক; ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী গ্রামের মান্নান শেখের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া শেখ (৩৫); গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরবাহাড়া গ্রামের মৃত সেকের শেখের ছেলে শহিদুল ওরফে শহিদ (৪৫) এবং বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামের পরিতোষ রায়ের ছেলে পার্থ রায় (৪২)।
পুলিশ জানায়, সম্প্রতি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা গৃহকর্তা ও নারীদের কুপিয়ে আহত করে।
এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মূল পরিকল্পনাকারী মোক্তার ও কিবরিয়াকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, মোক্তার স্কুল পরিচালনার আড়ালে এবং কিবরিয়া ইলেকট্রিক মিস্ত্রির ছদ্মবেশে ডাকাতি করত।
অন্যদিকে, গত ৩০ মে আলগি ইউনিয়নের শাহামুল্লুকদী গ্রামে একই রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় শহিদুল ও পার্থকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচ ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।
ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত মোক্তার ও কিবরিয়া বিভিন্ন এলাকা থেকে ডাকাত ভাড়া করে এনে ডাকাতি করত। অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের আদালতে পাঠানো হবে। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর