
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের সখীপুর পৌর বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সখীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আকবর হোসেনের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ স্থগিত করা হয়েছে।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, গত সোমবার জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন ও তিনি যৌথভাবে এই সিদ্ধান্ত নেন।
এর আগে, গত রবিবার সখীপুর উপজেলা ছাত্রদল হাতীবান্ধা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামের দলীয় পদ স্থগিত করে। তার বিরুদ্ধেও সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে।
তবে, ঠিক কী কারণে কমিটি ও নেতাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে জেলা বিএনপির নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
সখীপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. নাসির উদ্দিন জানান, তিনি এ বিষয়ে কোনো চিঠি পাননি।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন বলেন, তিনি পদ স্থগিতের বিষয়ে কোনো চিঠি পাননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, আওয়ামী দুঃশাসনামলে মিথ্যা রাজনৈতিক মামলায় তিনি পাঁচবার কারাবরণ করেছেন এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনো কাজ তিনি কখনো করেননি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর