
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সেকশন অফিসার আব্দুল্লাহ আল মামুনকে যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে সোপর্দ করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ নেয়।
আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ছাত্র থাকাকালীন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে যুক্ত থাকা এবং ২৪-এর গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজীদ হোসাইন চৌধুরী জানান, উদ্ভূত পরিস্থিতিতে আব্দুল্লাহ আল মামুনকে যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে, ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কর্মস্থল থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ হেফাজতে সদর থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ আছে কিনা, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর