
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও মন্তব্য নিয়ে প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিঞা।
বুধবার (৯ জুলাই) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ফজলুর রহমানকে তার বক্তব্য থেকে থেমে যেতে অনুরোধ করেন ইসরাইল মিঞা।
ফেসবুক পোস্টে ইসরাইল মিঞা বলেন, ফজলুর রহমান ভালো বক্তা এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত। তবে তার সাবেক দলের নেতার প্রতি অতি ভক্তিপূর্ণ বক্তব্য অনেক মানুষের কাছে অসহনীয় হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, ফজলুর রহমান ওই নেতার এমন কিছু কাজের পক্ষে সাফাই গাইছেন যা জাতির সাথে বিশ্বাসঘাতকতা, গণতন্ত্রের কবর রচনা এবং মানুষের মৌলিক অধিকার হরণের শামিল।
ইসরাইল মিঞা আরও বলেন, ফজলুর রহমান আলেম ওলামাদের প্রতি বিষোদ্গার করে এবং ছাত্র আন্দোলনের নেতৃত্বকে ঠাট্টা-বিদ্রুপ করে দলের অবস্থানের সঙ্গে দূরত্ব তৈরি করছেন। তার এমন বক্তব্য বিএনপির ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে ইসরাইল মিঞা ফজলুর রহমানের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা ও বক্তব্যের বিষয়ে দ্রুত একটি সুস্পষ্ট সিদ্ধান্তে আসার আহ্বান জানান। অন্যথায়, আসন্ন নির্বাচনে বড় ধরনের বিপর্যয় হতে পারে বলে তিনি মনে করেন।
এর আগে, ফজলুর রহমানের বক্তব্যের বিরোধিতা করে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নুসরাত জাহানও ফেসবুকে প্রতিবাদ জানিয়েছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর