মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার তরুণের মৃত্যু হয়েছে। বুধবার রাতের এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ফিনলে কোম্পানির অধীন হরিণছড়া চা বাগানে বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
আহত রবি বুনার্জীকে (২০) প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসক সব্যসাচী পাল তমাল জানান, নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর