
আজ প্রকাশিত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলায় শীর্ষ স্থান অধিকার করেছে। কলেজের ৫৫ জন শিক্ষার্থীর সকলেই জিপিএ ৫ অর্জন করেছে।
অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৩ জন, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৩১ জনের মধ্যে ১৮৪ জন, জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় থেকে ১৬৩ জনের মধ্যে ৮৯ জন এবং খনজনপুর উচ্চ বিদ্যালয় থেকে ১১৭ জনের মধ্যে ৫১ জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সদর থানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম ভালো ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর