
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সবশেষ পাকিস্তান সুপার লিগে দেখা গিয়েছিল এই তারকা ক্রিকেটারকে। এবার গ্লোবল সুপার লিগ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (১০ জুলাই) গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দুবাই ক্যাপিটালস। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
এই টুর্নামেন্টটি অংশ নিচ্ছে টি-টোয়েন্টি প্রতিযোগিতার পাঁচটি শীর্ষ দল- গায়ানা আমাজন ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স, হোবার্ট হারিকেনস একাদশ, দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল স্ট্যাগস।
এবারের আসরের জন্য সাকিবকে দলে ভিড়িয়েছে আইএলটি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দল দুবাই ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের বদলে সাকিবকে দলে ভিড়িয়েছেন ফ্রাঞ্চাইজিটি।
দুবাই ক্যাপিটালস স্কোয়াড: গুলবাদিন নায়েব (অধিনায়ক), ফারহান খান, আর্যমান ভার্মা, জিশান নাসের, রোভম্যান পাওয়েল, কলিম সানা, সাইদ শাহ, ইব্রাহিম মাসউদ, সিদ্দিকুল্লাহ অটল, কাদিম অ্যালেন, সাকিব আল হাসান, নিরোশান ডিকভেলা, জেসি বুটান, ডমিনিক ড্রেকস, জর্ডান জনসন ও কায়েস আহমদ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর