
কিশোরগঞ্জ থানা পুলিশ অটো চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চুরি যাওয়া অটো উদ্ধারসহ জলঢাকা থানার কালীগঞ্জ বাজার থেকে চোর চক্রের সদস্য হামিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
থানা সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মাগুড়া কাজীপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের একটি অটো গাড়ি বাড়ির পার্শ্ববর্তী স্থান থেকে চুরি হয়। পরদিন জিয়ারুল থানায় অভিযোগ করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে জলঢাকা থানা পুলিশের সহযোগিতায় কালীগঞ্জ বাজারের একটি দোকানে অটো গাড়ির যন্ত্রাংশ খোলার সময় হামিদুলকে গ্রেফতার করা হয় এবং অটো গাড়ির মালামাল উদ্ধার করা হয়। হামিদুল ইসলাম কিশোরগঞ্জ সদর ইউপির গদা কেরানীপাড়া গ্রামের অহিদুল ইসলামের পুত্র।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চক্রটির অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর