
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি বহু মানুষ স্থানীয় দুটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৭৫টি পরিবার আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছে।
এই পরিস্থিতিতে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেরুং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেনাবাহিনীর চিকিৎসক দল নারী, শিশু ও গর্ভবতী মহিলাসহ সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং পানিবাহিত রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করেন।
সেনা চিকিৎসক ক্যাপ্টেন রাকিবুল ইসলাম জানান, আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসা কার্যক্রম শেষে সেনাবাহিনীর একটি দল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে আশ্রয় নেওয়া দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর মাঝে রাতের খাবার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আশ্রয়কেন্দ্রগুলোতে রান্না করা খাবার এবং শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন চন্দ্র রায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর