
সাফল্যের ধারা অব্যাহত রেখে মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা এ বছর এসএসসি পরীক্ষায়ও অভাবনীয় সাফল্য অর্জন করেছে। কলেজটি থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, ৫৯তম ব্যাচের বিজ্ঞান বিভাগের মোট ৫০ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং সকলেই জিপিএ-৫ লাভ করেছে। এদের মধ্যে ৪৪ জন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। এই ধারাবাহিক সাফল্যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেছেন।
মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল এস. এম ফয়সল পিএসসি বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় এক্ষেত্রে মূল ভূমিকা রেখেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর