
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় রাকিবুল হাসান (১৮) নামের এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে নিজ ঘরের বিছানা থেকে লাশটি উদ্ধার করা হয়। রাকিবুল ওই গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাকিবুল বাড়িতে একাই থাকত। ২০২৩ সালে স্থানীয় হাটুলিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দেওয়ার পর সে আর লেখাপড়া করেনি। তার বাবা আব্দুস সালাম, মা রুবিনা আক্তার ও ছোট ভাই শাকিল (১০) নরসিংদীতে একটি গরুর খামারে কাজ করেন। রাকিবুলের বোন সালমার বিয়ে হয়েছে পার্শ্ববর্তী দরিবৃ গ্রামে।
নিহতের ফুফু শিউলী আক্তার জানান, বেলা সাড়ে ১২টার দিকে তিনি রাকিবুলের ঘরে গিয়ে দেখেন দরজা খোলা। ঘরে ঢুকে তিনি রাকিবুলের মুখ বালিশ চাপা দেওয়া অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের ডেকে বালিশ সরিয়ে দেখেন রাকিবুলকে হত্যা করা হয়েছে।
রাকিবুলের বোন সালমা খাতুন ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
রাকিবুলের মামাতো ভাই জুবাইদ হাসান জানান, বুধবার রাত ১০টার দিকে রাকিবুলের সাথে তার দেখা হয়। রাকিবুল তাকে বাজার থেকে বিস্কুট ও সিগারেট আনতে বলে। তারা একসাথে বসে সেগুলো খায়। রাত ১১টার দিকে রাকিবুল তাকে ঘুমোতে যেতে বলে। সেটাই ছিল তাদের শেষ কথা।
পরিবার ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কে বা কারা এবং কেন রাকিবুলকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর