
লালমনিরহাটে সংস্কৃতি চর্চায় বিশেষ অবদানের জন্য পাঁচজন গুণী শিল্পীকে ‘গুণীশিল্পী সম্মাননা-২০২৪’ প্রদান করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সম্মাননাপ্রাপ্ত শিল্পীরা হলেন নাট্যকর্মী মোঃ সামসুদ্দোহা বাবু, লোকসংস্কৃতি গবেষক ও শিল্পী শরণ কুমার বর্মা, তবলা ও তালবাদ্যশিল্পী মুকুল চন্দ্র রায়, কণ্ঠসংগীতশিল্পী শাওন রায় এবং সাংগঠনিক সাংস্কৃতিক কর্মী সত্যেন্দ্রনাথ রায়।
নাট্যকলায় অবদান রাখায় মোঃ সামসুদ্দোহা বাবুকে সম্মাননা প্রদান করা হয়। তিনি দুই দশকের বেশি সময় ধরে নাটক নির্দেশনা ও অভিনয়ে যুক্ত থেকে স্থানীয় নাট্যচর্চায় অবদান রেখেছেন। শরণ কুমার বর্মা লোকসংস্কৃতি বিভাগে সম্মানিত হয়েছেন। তিনি পল্লীগীতি, লোকগাথা ও লোকজ ঐতিহ্য তুলে ধরেন। মুকুল চন্দ্র রায় তালযন্ত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন। কণ্ঠসংগীতে বিশেষ অবদানের জন্য শাওন রায়কে এবং সৃজনশীল সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সত্যেন্দ্রনাথ রায়কে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘শাপলা কুঁড়ি-২০২৫’-এ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় লালমনিরহাটের এক কিশোর প্রতিযোগীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. হাসানুর রশীদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা সংস্কৃতি ও গুণীজনদের অবদানের কথা তুলে ধরেন। সম্মাননা পাওয়া শিল্পীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে এই উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর