
কিশোরগঞ্জের মিঠামইনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত ধর্ষণচেষ্টা মামলায় ওমর ফারুক ভূঁইয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ধোবাজোড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওমর ফারুক ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওমর ফারুকের বিরুদ্ধে এর আগে জুলাই আন্দোলনের একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক ভূঁইয়ার উল্লেখযোগ্য পদ-পদবি না থাকলেও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মামাতো ভগ্নিপতি হিসেবে এলাকায় তার প্রভাব ছিল। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর তার মদ্যপ অবস্থায় নৃত্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও, তার বিরুদ্ধে অর্থ বাণিজ্যের উদ্দেশ্যে সাংবাদিকসহ স্থানীয়দের নামে হয়রানিমূলক মামলা করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যা বর্তমানে পিবিআই তদন্ত করছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর