
খাগড়াছড়ির রামগড় সীমান্ত এলাকায় ফেনী নদীর পাড়ে খেলতে গিয়ে কাজী মিনহাজ (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১১ জুলাই ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে রামগড় পৌরসভার ফেনী নদীর তীরবর্তী ফেনীরকূল এলাকায় এই ঘটনা ঘটে। মিনহাজ ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সত্তের গ্রামের কাজী মঞ্জুর ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মিনহাজ তার নানার বাড়ি রামগড়ের ফেনীরকুলে বেড়াতে এসেছিল। তাদের ছাগলনাইয়ার বাড়ি বন্যায় প্লাবিত হওয়ায় তাকে ও তার মাকে নিরাপদে নানার বাড়ি পাঠিয়ে দেন বাবা কাজী মঞ্জুর ইসলাম। আজ দুপুরে ফুফাত বোনের সাথে ফেনী নদীর পাড়ে খেলতে গিয়ে কাঁদা মাটিতে পা পিছলে সে নদীতে পড়ে যায়।
রামগড় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মিনহাজের মামা মোশাররফ হোসেন ভাগ্নের দেহাবশেষ উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্ত বিকাশ বড়ুয়া জানান, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ডুবুরি দল সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালিয়েছে।
রাঙ্গামাটির ডুবুরি দলের টিম লিডার আলী হোসেন চৌধুরী জানান, সন্ধ্যা হয়ে যাওয়ায় দিনের মতো আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর