
দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারের যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। শনিবার (১২ জুলাই) থেকে তিনটি সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক ট্রাফিক সেবা কার্যক্রম চালু করা হয়েছে।
সাপ্তাহিক হাটের দিনে বোয়ালখালী বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী দিনে প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক বাজারের গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন। তাদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে যানজট অনেকটা কমে আসে এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
স্থানীয়রা জানান, হাটের দিনে বোয়ালখালী বাজারে যানজট অসহনীয় দুর্ভোগে পরিণত হতো। তবে এই উদ্যোগের সুফল visible.
আয়োজক সংগঠনের নেতারা জানান, রাজনীতিকে কেবল বক্তৃতা আর মিছিলে সীমাবদ্ধ না রেখে জনসেবার লক্ষ্যেই এই কার্যক্রম। প্রতি হাটের দিনে ১২ জন স্বেচ্ছাসেবক নিয়মিতভাবে এই কার্যক্রম চালাবেন বলে তারা জানান।
এই উদ্যোগ বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছে। অনেকে মনে করেন, এটি ধারাবাহিকভাবে চালু থাকলে বোয়ালখালী বাজারের যানজট নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তন আসবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর