
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক শ্যামল বিকাশ ত্রিপুরা গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিম পাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শান্তি পরিবহনের (রেজি: নং- চট্র মেট্রো-ব-১১-০২২৩) সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দিবালা ত্রিপুরা নিহত হন এবং শ্যামল বিকাশ ত্রিপুরা গুরুতর আহত হন। আহত শ্যামল বিকাশ ত্রিপুরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গুইমারা উপজেলার বাসিন্দা। নিহত দিবালা ত্রিপুরাও একই উপজেলার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং বাসটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর