
কুমিল্লার তিতাসে গতকাল শনিবার সকালে ইমতিয়াজ রিয়াজ (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্যস্ততম গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়কের পাশে জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমতিয়াজ রিয়াজ বরিশালের কাজির হাট উপজেলার পূর্ব রতনপুর গ্রামের দুলাল হাওলাদারের ছেলে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্যাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যার পর লাশ সড়কের পাশে ফেলে যায়।
ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর