
নাটোর: বিএনপিকে ধ্বংস করতে গত ১৮ বছরে নেতাকর্মীদের ওপর নিপীড়ন ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বর্তমানে বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র চলছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটেরিয়ামে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ‘গত ৫ আগস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে। আগে মিছিল করতে লোক পাওয়া যেত না, এখন মঞ্চে জায়গা পাওয়া যায় না। যারা আগে অন্যায় অপরাধ করেছে, তাদের দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। যারা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত, তাদের বিএনপিতে কোনো জায়গা নেই।’
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শ্রমিকরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। শ্রমিকদের অর্থের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও শ্রমিকদের রক্তে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি।
নাটোর জেলা যুবদলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রমিক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন প্রমুখ।
সর্বশেষ খবর