
কিশোরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার ট্রাক্টর মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুসহ চারটি ট্রাক্টর আটক করেন। পরে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের এই জরিমানা করা হয়।
জরিমানা করা ব্যক্তিরা হলেন উত্তর বাহাগিলী ডাঙ্গাপাড়া গ্রামের লিমন ইসলাম (২০), একই গ্রামের আরিফুল ইসলাম, উত্তর বাহাগিলী খামাতপাড়া গ্রামের হাসান ইসলাম ও বাহাগিলী চেয়ারম্যানের হাট এলাকার জিহাদ। প্রত্যেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ট্রাক্টরগুলো আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, বালু চুরি রোধে এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও সড়ক পরিবহন আইনে একজনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর