
নেত্রকোনার বারহাট্টা উপজেলা খাদ্য গুদামে পরিদর্শনে গিয়ে অনিয়ম উদঘাটন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান। গত ২৯ জুন, জুন মাসের হিসাব মেলাতে গিয়ে গুদাম পরিদর্শনে অতিরিক্ত ধান মজুদ এবং খালি বস্তার ঘাটতি ধরা পড়ে।
ইউএনও জানান, সরকারি নীতিমালা অনুযায়ী গুদামে ১৪৬.০৮ মেট্রিক টন ধান থাকার কথা থাকলেও, সেখানে পাওয়া যায় ১৫৫.৫২ মেট্রিক টন। অর্থাৎ ৯ মেট্রিক টন ৪৪০ কেজি ধান বেশি পাওয়া যায়। এছাড়া, ৪২,৯৬৭টি খালি বস্তা থাকার কথা থাকলেও ৩৮,৫০০টি পাওয়া যায়। ফলে ৪,৪৬৭টি বস্তার ঘাটতি দেখা যায়।
গুদামের উপ-পরিদর্শক মোঃ হুমায়ূন কবীর ধান বেশি এবং খালি বস্তা কম থাকার বিষয়ে সদুত্তর দিতে ব্যর্থ হন। পরবর্তীতে তিনি বিষয়টির সত্যতা স্বীকার করেন এবং ভুলবশত এমনটা হয়েছে বলে দাবি করেন।
এ বিষয়ে বারহাট্টা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন জানান, ইউএনও'র পরিদর্শনে অনিয়ম ধরা পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দায়িত্বশীল সূত্রে জানা যায়, এরই মধ্যে উপ-পরিদর্শক মোঃ হুমায়ূন কবীরকে অন্যত্র বদলি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান জানান, এটি ছিল তার বাৎসরিক পরিদর্শনের অংশ। অনিয়মের প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
এ ঘটনার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সর্বশেষ খবর