
ক্যামন ৪০ সিরিজের সাফল্যের পর টেকনো বাংলাদেশে নিয়ে এসেছে নতুন স্পার্ক ৪০ সিরিজ। এই সিরিজে স্পার্ক ৪০ এবং স্পার্ক ৪০ প্রো নামের দুটি মডেল পাওয়া যাচ্ছে। জানা গেছে, চলতি মাসের মধ্যে স্পার্ক ৪০ সিরিজের আরও মডেল বাজারে আসবে।
"স্লিম এভার, স্ট্রং ফরেভার" স্লোগানকে সামনে রেখে স্পার্ক ৪০ সিরিজের স্মার্টফোনগুলো স্লিম ডিজাইন, ডিউরাবিলিটি ও দারুণ পারফরমেন্সের সমন্বয়ে তৈরি করা হয়েছে।
স্পার্ক ৪০ প্রো মডেলটি ৬.৬৯ মিলিমিটার পুরু এবং এটি কর্নিং গরিলা গ্লাস ৭আই দিয়ে তৈরি। এছাড়াও ফোনটিতে এসজিএস-সার্টিফায়েড ড্রপ প্রোটেকশন ও আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্স রয়েছে।
ফোনটিতে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া এতে আছে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে এবং ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ৪৫০০ নিটস ব্রাইটনেস। কন্টেন্ট দেখা ও গেমিংয়ের অভিজ্ঞতা উন্নত করতে স্পার্ক ৪০ প্রো-তে ডলবি অ্যাটমোস ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে।
স্পার্ক ৪০ প্রো ফোনটিতে হেলিও জি১০০ প্রসেসর এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র্যাম (৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি এক্সটেন্ডেড) ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ফ্রি লিঙ্ক প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্ক কাভারেজ না থাকলেও কল ও মেসেজ পাঠানো যাবে।
টেকনো এআই সাপোর্টের মধ্যে রয়েছে এআই ইরেজার, এআইজিসি পোর্ট্রেইট, এআই ট্রান্সলেট ও এআই রাইটিংয়ের মতো ফিচার।
স্লিম ফোন হওয়া সত্ত্বেও এতে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সুবিধা আছে। ডিভাইসটি টিইউভি-সার্টিফায়েড এবং স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোল করার জন্য রয়েছে আইআর রিমোট কন্ট্রোল।
স্পার্ক ৪০ মডেলে আছে ৬.৬৭ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৭.৬৭ মিলিমিটারের ডিজাইন। হেলিও জি৮১ প্রসেসরসহ ফোনটিতে প্রো মডেলের বেশকিছু এআই ফিচারও রয়েছে।
স্পার্ক ৪০ এবং স্পার্ক ৪০ প্রো - এই দুটি মডেলেই টেকনো'র স্মার্ট নেটওয়ার্ক অপটিমাইজেশন ফিচার লিঙ্কবুমিং ভি১.০ ব্যবহার করা হয়েছে।
স্পার্ক ৪০ (১২৮জিবি + ১২জিবি) (৬জিবি এক্সটেন্ডেড) এর দাম ১৩,৯৯৯ টাকা এবং স্পার্ক ৪০ প্রো (১২৮জিবি+১৬জিবি) (৮জিবি এক্সটেন্ডেড) এর দাম ১৯,৯৯৯ টাকা।
স্পার্ক ৪০-এর আরও একটি শক্তিশালী ভ্যারিয়েন্ট (২৫৬জিবি + ১৬জিবি) (৮জিবি এক্সটেন্ডেড) আগামী ১৫ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর