
গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, মাদক কারবারিদের আটক ও মাদক নিয়ন্ত্রণ, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং আসামিদের গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়।
সোমবার গাজীপুর জেলা আইন-শৃঙ্খলাবিষয়ক সভায় তাঁকে জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে ওসি আলাউদ্দিন নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মো. আলাউদ্দিনের নেতৃত্বে মাদক ও অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য এসেছে, যা স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে। স্থানীয়দের মতে, তাঁর কার্যকর পদক্ষেপের ফলে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটেছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি মো. আলাউদ্দিন অপরাধ দমনের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে, তাঁর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানগুলো বিশেষভাবে সফল হয়েছে। সাম্প্রতিক একাধিক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জুলাই মাসের বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে একটি অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ একজনকে এবং অন্য অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরেকজনকে আটক করা হয়।
মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি সার্বিক অপরাধ দমনেও তাঁর ভূমিকা স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে। ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ প্রতিরোধে তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তাঁর নেতৃত্বে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ওসি আলাউদ্দিনের সময়ে তাঁরা আগের চেয়ে বেশি সুরক্ষিত বোধ করছেন এবং একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ কালীগঞ্জ গড়ার স্বপ্ন দেখছেন।
পুরস্কার পাওয়ার পর ওসি আলাউদ্দিন বলেন, প্রতিটি অর্জন কাজের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। এই অর্জন আমার একার নয়, কালীগঞ্জ থানায় কর্মরত প্রতিটি পুলিশ সদস্যের। তাঁদের আন্তরিক সহযোগিতায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে। তিনি আগামী দিনে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করে একটি নিরাপদ থানা উপহার দেওয়ার আশা প্রকাশ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর