
টাঙ্গাইলের মির্জাপুরে জহুরুল ইসলাম নামের এক যুবককে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে আটক করেছে স্থানীয় ব্যবসায়ী ও জনতা। সোমবার বিকেলে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জহুরুল ইসলাম নিজেকে দৈনিক ক্রাইম তালাশ নামক একটি পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, জহুরুল প্রথমে পরিতোষ হোটেলে গিয়ে ভয়ভীতি দেখিয়ে বিনামূল্যে খাবার গ্রহণ করেন। এরপর ভাই ভাই হোটেলে গিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলে খাবারের জিনিসপত্র ফেলে দেন এবং একপর্যায়ে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন।
ভাই ভাই হোটেলের মালিক বিষ্ণু ঘোষ বলেন, "এরা সাংবাদিক সমাজের বদনাম করে। মাঝে মধ্যে এমন সাংবাদিক পরিচয় দিয়ে দোকান থেকে ফ্রিতে খাবার খায়। আমরা সহজ সরল মানুষ আসল সাংবাদিক নকল সাংবাদিক বুঝিনা। ক্ষমা চেয়েছে বলে তাকে ছেড়ে দিয়েছি।"
আটক জহুরুল ইসলামের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আজাহার মন্ডলের ছেলে। তিনি জানান, তিনিসহ গাইবান্ধার আরও তিনজন মির্জাপুরের গোড়াই এলাকায় ভাড়া থাকেন এবং তারা সবাই দৈনিক ক্রাইম তালাশ পত্রিকায় কাজ করেন।
পরে স্থানীয় ব্যবসায়ীরা জহুরুল ইসলামকে ছেড়ে দেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর