
টঙ্গি-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কের গাজীপুরের কালীগঞ্জ বাইপাস মোড় যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গোলচত্বর ও পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ।
সরেজমিনে দেখা যায়, প্রয়োজনের তুলনায় রাস্তা সরু হওয়ায় এবং যানবাহনের চাপ বেশি থাকায় মোড়টিতে যানজট লেগেই থাকে। সড়কের দুই পাশে অবৈধ দোকানপাট ও তুমলিয়া মোড়ে অটোরিকশা স্ট্যান্ড থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবহারকারীসহ লাখো মানুষ।
স্থানীয়দের অভিযোগ, এখানে ট্রাফিক পুলিশের স্থায়ী ব্যবস্থা নেই। মাঝে মধ্যে চেকপোস্ট বসানো হলেও তা দুর্ঘটনা কমাতে তেমন ভূমিকা রাখে না। বরং অনেক চালক চেকপোস্টের ভয়ে দ্রুত মোড় পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। গত ১৪ মে লরির চাপায় আব্দুল হামিদ (৩৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের শিক্ষার্থী মো. মুজাহিদ ইসলাম জানান, তিনি দুবার এই মোড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। স্থানীয় পথচারী মো. আবুল হোসেন বলেন, প্রতিদিন গাভীর দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় তিনি আতঙ্কে থাকেন।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, এখানে একটি গোলচত্বর নির্মাণ করা হলে যানবাহনের গতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ জানান, বিষয়টি জেলা মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে এবং তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।
গাজীপুর জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত এই মোড়ে একটি গোলচত্বর নির্মাণ করে সরকার তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর