
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি নদীতে ডুবে মোহাম্মদ সায়েম (৯) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সায়েম দীঘিনালা আল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র এবং কবাখালি দক্ষিণ মিলনপুর এলাকার মো. খুরশেদ আলম ও কুলসুম বিবির ছেলে।
স্থানীয়রা জানান, মাদরাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে নদীর পাড় ধরে হেঁটে যাওয়ার সময় সায়েমের জুতা পানিতে পড়ে যায়। জুতাটি তুলতে গিয়ে সে নদীতে তলিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা ও দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারকাজে অংশ নেয়। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
৩ নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু নলেজ চাকমা জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং শিশুটিকে উদ্ধারের পর মৃত অবস্থায় পান।
দীঘিনালা ফায়ার স্টেশনের কর্মকর্তা পংকজ কুমার জানান, মাইনি ব্রিজের নিচে শিশুটি পড়ে যাওয়ার সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় আধা ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করেন। তবে তাকে জীবিত পাওয়া যায়নি।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি করা হয়েছে।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর