
তত্ত্বাবধায়ক সরকারের নির্লিপ্ততার কারণে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল শহরের সাহিত্য পরিষদ থেকে মিছিলটি বের করে। মিছিলটি শহরের কোর্ট মোড় হয়ে শহীদ হাসান চত্বর ঘুরে একই স্থানে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা সরকার ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তত্ত্বাবধায়ক সরকারের নির্লিপ্ততায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের প্রতিহত করার সময় এসেছে। যুবদল রাজপথে থেকে আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দেবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, যুবদল নেতা রাজীব খান, মতিউর রহমান মিশরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে নেতৃত্ব দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর