
গোপালগঞ্জে ন্যাশনাল কমিউনিটি পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বিকালে কুমিল্লা নগরীর টাউন হল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মু. মাহবুবুর রহমান, কামারুজ্জামান সোহেল, মোশাররফ হোসেন, নাছির আহম্মদ মোল্লা, রফিকুল ইসলাম, হুমায়ুন কবিরসহ স্থানীয় জামায়াত নেতারা।
বক্তারা গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর