
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বলছি না গণঅভ্যুত্থানের পর তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে নির্বাচন হতে হবে। আমরা বলছি নির্বাচন হতে হবে কিন্তু আগে সংস্কার লাগবে, বিচার লাগবে। উন্নয়ন ও ইনসাফের ভিত্তিতে দুর্নীতি মুক্ত বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হবে। আমরা সেই বাংলাদেশ চাচ্ছি।
আজ বৃহস্পতিবার রাত ৯ টায় মানিকগঞ্জে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপির 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে শহরের শহীদ রফিক চত্তরে এ পথসভার আয়োজন করা হয়।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, ইসলামবিদ্বেষ হয়েছে এই রাষ্ট্রে। ইসলামের পক্ষে কেউ দাঁড়ালেই তার বিরুদ্ধে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে। আমাদের হিন্দু জনগোষ্ঠীর ওপর তাদের জমি দখল করা হয়েছে। আওয়ামী লীগ নিজেরা বলে অসাম্প্রদায়িক, নিজেরা বলে ধর্মনিরপেক্ষ। এই কথা বলে সবচেয়ে বেশি সম্পত্তি দখল করেছে আওয়ামী লীগ হিন্দুদের।
মানিকগঞ্জ বাসির প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের সময় মানিকগঞ্জ ১৩ ই ডিসেম্বর স্বাধীন হয়। এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনেও মানিকগঞ্জ থেকে ৪ তারিখে আওয়ামী লীগ বিতাড়িত হয়। মানিকগঞ্জ বাংলাদেশ থেকে সব সময় এক ধাপ এগিয়ে থাকে। কিন্তু সেটা শুধু লড়াই-প্রতিরোধের ক্ষেত্র। উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। উন্নয়নের ক্ষেত্রে মানিকগঞ্জ দুই ধাপ পিছিয়ে থাকে। আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই।
পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, মানিকগঞ্জের প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এনসিপির পথসভা উপলক্ষে শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সভাস্থল ছাড়াও আশপাশের মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সেনাসদস্যরা টহল দেন। সভাস্থলে পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন বলেন, এনসিপির পথসভার নিরাপত্তার জন্য সোনাবাহিনী, র্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হয়।
সর্বশেষ খবর