
নীলফামারীর কিশোরগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার বিকেল ৫টায় দলীয় কার্যালয় থেকে একটি মৌন মিছিল বের হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমের নেতৃত্বে মিছিলটি উপজেলার প্রধান বাজার প্রদক্ষিণ করে ঝর্ণা মোড়ে এসে শেষ হয়।
পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বিজয় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ আলম বাবু, মহিলা দলের সভাপতি নাজমা আকতার, সাধারণ সম্পাদক সাথী আক্তার, কৃষক দলের সভাপতি তৌহিদুল রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর