
“গোপালগঞ্জে সাম্প্রতিক ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়নি” বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উল্লেখ্য, গত সপ্তাহে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন নিহত ও অনেকে আহত হন। এ নিয়ে দেশ-বিদেশে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।
এই প্রেক্ষাপটে প্রেস সচিবের বক্তব্যকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান স্পষ্ট করার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রেস সচিব আরও বলেন, “মানবাধিকার রক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। সরকার এ দুই দিকই সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।”
TEDx Comilla University অনুষ্ঠানে অংশগ্রহণের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “এই আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে নতুন চিন্তা ও উদ্ভাবনী ধারণায় অনুপ্রাণিত করবে। দেশ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুবি উপাচার্য ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, সংগীতশিল্পী আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজসহ বিশিষ্টজনেরা।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর