
রংপুরে মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মারক ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা ভাস্কর্যে থাকা মুজিবের ছবি কালো কালি ঢেকে দেয়।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে মডার্ন মোড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের ভাস্কর্য হিসেবে পরিচিত ‘অর্জন’ চত্বরে কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর জড়ো হন। এর পর সেখানে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে সিটি করপোরেশন থেকে আনা গাড়িতে উঠে ভাস্কর্যের উপরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির উপর কালো কালো রঙের স্প্রে ব্যবহার করে ঢেকে দেয় তারা।
এ সময় ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাদের। এ সময় তারা উল্লাস প্রকাশ করে।
এর আগে ৫ আগস্ট ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হলে সেখানে ‘অর্জন’ ভাস্কর্যে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিটি জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। পরে, প্রাকৃতিক ঝড় বৃষ্টিতে পতাকাটি সরে গেলে আগের মতো ভাস্কর্যের দিকে তাকালে চোখে পড়ে শেখ মুজিবুর রহমানের ছবি।
উল্লেখ্য, এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাসে রংপুরের এক অনন্য লড়াই ২৮ মার্চ ‘বাঁশের লাঠি আর তীর ধনুক’ হাতে নিয়ে রংপুরের সে সময়ের সুরক্ষিত পাকিস্তান সেনানিবাসে হামলা চালিয়েছিল বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় সে সময় সহস্রাধিক বিক্ষুব্ধ জনতাকে গুলি করে হত্যার পর গান পাউডার দিয়ে দেহ জালিয়ে দেয় পাকিস্তান সেনাবাহিনী।
এদিকে বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব রাজিমুজ্জামান হৃদয় বলেন, যতদূর জানি, জুলাইয়ের গেজেটভুক্ত কয়েকজন আহত নিজ উদ্যোগে ওখানে যে শেখ মুজিবুর রহমানের অর্থাৎ ফ্যাসিস্টের যে প্রতীক আছে উপরে কালো কালিতে ঢেকে রাখে তারা। অর্জন ভাঙবে না তারা, কারণ অর্জন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর তাদের অফিসিয়াল পেজে ছবিসহ একটি পোস্ট করছেন। সেখানে লেখা রয়েছে ‘গোপালগঞ্জে খবর পাঠাও রংপুরে বাকশালি মুজিবের ছবিতে কালো রং মেখে দিয়েছে কয়েকজন জুলাই যোদ্ধা।’
এর আগে, এ চলতি বছর ৫ ফেব্রুয়ারি রংপুর জিলা স্কুল মোড়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ ক্যাম্পাসে থাকা সবকটি ম্যুরাল ভেঙে ফেলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এছাড়াও রংপুর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন উপজেলায় থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতি ভেঙে ফেলা হয়।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর