
পদ্মা নদীর ভাঙন থেকে বসতভিটা রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার দাবিতে গণসমাবেশ করেছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মালুচী গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। শনিবার বেলা ১১টায় মালুচী গ্রামে দুই শতাধিক ভুক্তভোগী পরিবার এই সমাবেশে অংশ নেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মালুচী গ্রামের ২ নম্বর ওয়ার্ডে দুই শতাধিক পরিবারের বসবাস। চলমান নদী ভাঙনে বসতির প্রায় ৩০ মিটার ভেতরে নদী ঢুকে গেছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ না ফেলা হলে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়বে।
সমাবেশে নেছা বেগম (৯০) নামের এক বৃদ্ধা জানান, স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল ১১ শতাংশ ভিটেবাড়িটুকু হারানোর আশঙ্কায় তিনি দিন কাটাচ্ছেন।
হাফিজা বেগম (৬০) নামের আরেক নারী জানান, পদ্মায় এর আগে তিনবার তাঁর বাড়ি বিলীন হয়েছে। অন্যের জমিতে ছাপড়া তুলে বসবাস করছেন। নদী ভাঙন আরও বাড়লে তিনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন।
কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খান বলেন, এই অঞ্চলের মানুষ দীর্ঘ বছর ধরে নদী ভাঙনের শিকার। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত জিও ব্যাগ ফেললে ভাঙন থেকে রেহাই পাওয়া যেত।
এ বিষয়ে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, মালুচী এলাকায় জরুরি কাজের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। দ্রুতই সেখানে কাজ শুরু করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর