
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই চাঁদাবাজ তবে তাদের মধ্যে পার্থক্য হলো একটি 'শাহী' এবং অন্যটি 'ছ্যাঁচড়া' চাঁদাবাজ।
রোববার (২০ জুলাই) কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুফতী ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। তারা 'শাহী' চোর ও চাঁদাবাজ। অন্যদিকে বিএনপি মুচি, ঋষি, রিকশাওয়ালা, ঠেলাওয়ালাসহ সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তোলে।
তিনি আরও বলেন, তারা চাঁদাবাজমুক্ত দেশ চান এবং কাউকে দেশ থেকে তাড়াতে চান না। জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়তে চান।
মুফতী ফয়জুল করীম বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল পার্থক্য নয়। মূল পার্থক্য হলো আদর্শ ও নীতির। এটি মুসলমানদের দেশ। ইসলামকে দুর্বল করতে পারলে সিকিমের মতো চাটুকার ও দালালদের মাধ্যমে দেশকে গ্রাস করা হতে পারে। কাশ্মীর ও হায়দরাবাদের উদাহরণ টেনে তিনি বলেন, ভারত একটি মানচিত্র প্রকাশ করেছে যেখানে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, অযোগ্য নেতার হাতে দেশ কখনো উন্নত হতে পারে না। তাই হাতপাখা মার্কায় একবার পরীক্ষা করার আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইসলামী যুব আন্দোলন একটি দ্বীনি আদর্শভিত্তিক যুব প্ল্যাটফর্ম, যার লক্ষ্য সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর