
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা চারদিন পর প্রত্যাহার করা হয়েছে। তবে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ৮টার পর থেকে গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা এবং কারফিউ আর বলবৎ থাকবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, “জেলার চলমান কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।”
এর আগে গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও পদযাত্রাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। দিনভর সংঘর্ষে চারজন নিহত হন। ওই রাতেই রাত ৮টা থেকে প্রথম দফায় জেলায় কারফিউ জারি করা হয়, যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ ছিল।
পরবর্তীতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত দ্বিতীয় দফা কারফিউ কার্যকর হয়। এরপর তিন ঘণ্টার বিরতির পর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারও কারফিউ জারি করা হয়। একইভাবে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হলেও রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত আবার কারফিউ কার্যকর রাখা হয়। সর্বশেষ রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি ছিল।
এদিকে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। এ ঘটনায় চারটি পৃথক মামলা করেছে পুলিশ। প্রতিটি মামলায় প্রায় দেড় হাজার করে মোট ৬ হাজার জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ খবর