
বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার গভীর রাতে বরগুনা সদর উপজেলার ডিকেপি সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. সজল (৩৩) ও তার স্ত্রী আসমা আক্তার (২৫)। ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় দম্পতির সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর