
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলার ঘটনায় জড়িত মূল অভিযুক্ত লাল চাঁন ওরফে নবাবকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি কলেজ মাঠে উপজেলা বিএনপির সম্মেলন শেষে মির্জা ফয়সলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাল চাঁন দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তার বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী রনি হোসেন (২৪) জানান, গত ১৯ জুলাই লাল চাঁন ও তার সহযোগীরা রুপগঞ্জ এলাকায় রাস্তায় ডাকাতির চেষ্টা চালালে স্থানীয়রা তাকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় রনি হোসেন বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, লাল চাঁনকে ডাকাতি মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তিনি আরও জানান, মির্জা ফয়সলের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী জানান, সম্মেলনে নির্বাচনী ফলাফল ঘোষণার আগে অ্যাড. সৈয়দ আলম ও ড. মাহবুবর রহমানের নেতৃত্বে তাদের সমর্থকরা ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং নেতাদের জোর করে ফলাফল ঘোষণায় বাধ্য করতে চেয়েছিল। এ সময় নেতাদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর