
টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন গোড়াই ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে মো. সোহেল রানা এবং মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের হানিফ মিয়ার ছেলে মো. খোকন মিয়া। প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা করে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসামিদের কাছ থেকে তিন পুরিয়া হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর