
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ইলিয়াস (২৩) নামের এক পিকআপ ভ্যান হেল্পার নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) সকাল ৬টার দিকে নেত্রকোনা শহর থেকে ৩ কিলোমিটার পশ্চিমে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের বাঘড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান বাঘড়া বাজারে পৌঁছালে অন্য একটি গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেল্পার ইলিয়াস নিহত হন। ইলিয়াসের গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলায়।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ জানান, লাশ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর