
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধবিমান দুর্ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতেও (জিডিইউ) শোকের আবহ বিরাজ করছে। রাষ্ট্রীয় শোক ঘোষণা উপলক্ষে আজ জিডিইউর সকল বিভাগের পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনার প্রেক্ষিতে শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হলো।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ এক শোকবার্তায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
শোকবার্তায় উপাচার্য বলেন, "এই মর্মান্তিক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও বিমানসেনাসহ সংশ্লিষ্ট সকলের যে জানমালের ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। আমরা এ ঘটনায় গভীরভাবে শোকাহত।"
তিনি আরও বলেন, "এই দুর্ঘটনা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান একটি নিরাপদ আশ্রয়স্থল—সেখানে এমন প্রাণঘাতী ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।"
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি পরিবার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
সর্বশেষ খবর