
টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের কৃষি জমি থেকে ফিরোজ মিয়া (৪৫) নামে এক প্রবাস ফেরতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের এক প্রতিবেশী নারীকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াগাড়া গ্রামের একটি কৃষি জমি থেকে অর্ধনগ্ন অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথায় কোপ ও শরীরের বিভিন্ন স্থানে পাশবিক নির্যাতনের আঘাত লক্ষ করা গেছে।
নিহত ফিরোজ মিয়া ওই গ্রামের মরহুম জাহাঙ্গীর আলমের ছেলে। প্রায় ৪ মাস পূর্বে মালেশিয়া থেকে দেশে এসেছিলেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, নিহত ফিরোজ মিয়ার সাথে ওই এলাকার এক নারীর সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। ওই নারীর স্বামীও একজন প্রবাসী। বিষয়টি নিয়ে নিহতের সাথে ওই নারীর পরিবারের লোকজনের বিরোধ চলছিলো। বিষয়টি এলাকার সবাই অবগত। এই খুনের পেছনে ওই প্রেমের সম্পর্কের কোন যোগসাজস থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এটি হত্যাকাÐ তা স্পষ্ট। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর