
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক প্রতিবন্ধী ব্যবসায়ীর ট্রাক্টর আত্মসাৎ এবং তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে জেলা যুবদল নেতা নূরুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. মজিবুর রহমান নজরুল গত তিন বছর ধরে ট্রাক্টর ফেরত ও ভাড়া না পেয়ে বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারে একটি নিউজ পোর্টাল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানান।
লিখিত বক্তব্যে মজিবুর রহমান নজরুল জানান, ২০১৯ সালে তিনি ১৪ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে একটি ট্রাক্টর কেনেন। ২০২২ সালের ১লা সেপ্টেম্বর তিনি মাসিক ৫০ হাজার টাকা ভাড়ায় এক মাসের জন্য যুবদল নেতা নূরুল ইসলাম বুলবুলকে সেটি ভাড়া দেন। কিন্তু প্রায় তিন বছর ধরে বুলবুল ট্রাক্টরটি ফেরত দেননি এবং কোনো ভাড়াও পরিশোধ করেননি। সম্প্রতি ট্রাক্টর ও ভাড়ার টাকা চাইতে গেলে নূরুল ইসলাম বুলবুল তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন। এ বিষয়ে পাকুন্দিয়া থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি নজরুল। তিনি পাকুন্দিয়া পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, পৌরসভার ৯নং ওয়ার্ডের সৈয়দ্গাঁও গ্রামের মরহুম হাজী শাফি উদ্দিনের ছেলে।
অন্যদিকে অভিযুক্ত যুবদল নেতা নূরুল ইসলাম বুলবুল পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের মরহুম ইছমাইল হোসেনের ছেলে ও কিশোরগঞ্জ জেলা যুবদলের সদস্য। অভিযোগের বিষয়ে নূরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানান, ২০১৮ সালে তিনি সিঙ্গাপুর থেকে এসে মজিবুর রহমান নজরুলের সঙ্গে অংশীদারি ব্যবসা শুরু করেন। তাঁর পাওনা ১৭ লাখ টাকা নজরুল অস্বীকার করেন।
এ নিয়ে পাকুন্দিয়া বাজার বণিক সমিতিতে দরবারও হয়েছিল। বুলবুল দাবি করেন, তিনি নজরুলের কোনো ট্রাক্টর নেননি, বরং তাঁর নিজের ট্রাক্টরটি নজরুলের ইটখোলায় লুকিয়ে ফেলা হয়েছিল, যা পরে পুলিশ দিয়ে উদ্ধার করা হয়েছে। তাঁর মতে, নজরুল তাঁর পাওনা না দেওয়ার জন্য ট্রাক্টর ভাড়া দেওয়ার মিথ্যা নাটক সাজাচ্ছেন এবং নজরুলের ট্রাক্টর তাঁর কাছেই আছে।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান নজরুল তাঁর ট্রাক্টর ফেরতসহ বকেয়া ভাড়া পাওয়ার জন্য প্রশাসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর