
প্রায় ৮ ঘন্টা বন্ধ থাকার পর সাজেক-দীঘিনালা সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২টা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় মাটি সরানো শেষ হলে শুরু হয় যান চলাচল।
এর আগে বুধবার রাতভর ভারী বৃষ্টির কারণে সাজেকের নন্দারাম এলাকা সহ বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসের ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও সকাল থেকে এ সড়কে সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।
পাহাড় ধসের খবর পেয়ে বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা পিএসসি এর দিকনির্দেশনায় সেনাবাহিনীর বাঘাইহাট জোন এবং ফায়ার সার্ভিস এর সদস্যগণ ভোর থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করে। এছাড়া স্থানীয়রাও তাদের সহযোগিতা করে। তবে একাধিক স্থানে পাহাড় ধস হওয়ায় মাটি সরানো কাজ দেরি হচ্ছিলো। এ অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইসিবির একটি টিম ঘটনাস্থলে পৌছায় এবং বাঘাইহাট জোন এর সদস্যরা উক্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করলে উপজেলা প্রশাসন ও ২০ ইসিবি সহায়তায় এস্কেভেটর এর মাধ্যমে সড়কের মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা পিএসসি বলেন, 'পাহাড় ধসের খবর পাওয়ার সাথে সাথে দীঘিনালা ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় প্রাথমিকভাবে সড়ক যান চলাচলের জন্য মাটি সরানোর কাজ চলে। কিন্তু একাধিক স্থানে পাহাড় ধস হওয়ার কারণে সড়কের মাটি সরাতে দেরি হচ্ছিলো। পরে ২০ ইসিবির সহায়তায় এস্কেভেটর এর মাধ্যমে সড়কের মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। দ্রুত সড়ক সচল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। জনগণের যেকোনো দুর্যোগে আমরা সেনাবাহিনী তাদের পাশে আছি।'
স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানায়। এছাড়াও সাজেকগামী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকবৃন্দ দীর্ঘ সময় অপেক্ষার পর যেতে পেরে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর