
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস সন্তু গ্রুপ ও ইউপিডিএফ প্রসিত গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দীঘিনালার নাড়াইছড়ির জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ইউপিডিএফ প্রসীত গ্রুপ ও জেএসএস সন্তু গ্রুপ জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় মুখোমুখি হয়। তখনই দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন,' দীঘিনালার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়েছি। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় আইনশৃংখলা বাহিনী এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বর্তমানে সেখানকার পরিস্থিতি খুবই উত্তপ্ত। উভয় গ্রুপ সক্রিয় হচ্ছে। যেকোনো সময় আবার সংঘর্ষ হতে পারে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা কাজ করছি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর