
রাঙামাটির রাজস্থলী উপজেলার দুর্গম বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে সেনাবাহিনীর অভিযানে দুটি বিদেশি রাইফেল, গুলি ও অন্যান্য সামরিক সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মংথুই কার্বারী পাড়ার বাসিন্দা কালাউ মারমা (৪২) এবং উথোয়াই মং মারমা (২০)।
মঙ্গলবার সকালে রাজস্থলী সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী ছাগলখাইয়া এলাকায় অভিযান চালায় এবং সেখানে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় এবং দুইজন ব্যক্তিকে আটক করা হয়।
অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা মঙ্গলের টিলা নামের একটি পাহাড়ের পাদদেশে একটি ঝোপের মধ্যে অস্ত্র তৈরির সরঞ্জামাদি দেখতে পান। পরে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি রাইফেল, ৬১টি গুলি, একটি রামদা, একটি লোহার রড, একটি বেত ও একটি কিরিচ উদ্ধার করা হয়। এ সময় আটককৃত দুই ব্যক্তিকেও হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় অস্ত্র তৈরি ও কেনাবেচার সঙ্গে জড়িত। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর