
জুলাই পূর্ণজাগরণ উপলক্ষে নেত্রকোনায় "সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ" অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শনিবার সকালে জেলা শহরের পারলা এলাকায় সমাজসেবা ভবনে এর আয়োজন করা হয়।
নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে সমাজসেবা বিভাগীয় উপ-পরিচালক মোবারক হোসেন, নেত্রকোনা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো: সাদেক আহমেদ হারেস, সেক্রেটারি অধ্যাপক মাহবুবুর রহমান, মিডিয়া সেন্টারি মো: জহিরুল ইসলাম, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান দুদু, এনসিপি প্রীতম সোহাগ, ফাইমুর রহমান খান পাঠান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শপথ পাঠ, দোয়া, চেক বিতরণ, জুলাই বিপ্লবে আহতদের মাঝে ক্রেস্ট বিতরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ, ভিক্ষুকদের পুনর্বাসনে বিনামূল্যে রিকশা প্রদান এবং সেবা মেলার স্টল প্রদর্শন করা হয়।
রার/সা.এ
সর্বশেষ খবর