
"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষমেলা ২০২৫।
গত রোববার (২৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইখুল আরেফিন।
মেলায় দেশি-বিদেশি নানা জাতের ফলজ, বনজ, সবজি, ঔষধি ও শোভাবর্ধন গাছসহ ইনডোর ও আউটডোর উপযোগী বিভিন্ন গাছের সমাহার রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। "গাছ আমাদের পরম বন্ধু"—এই উপলব্ধি থেকে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
রার/সা.এ
সর্বশেষ খবর