
খাগড়াছড়িতে জেলা পরিষদের উদ্যোগে শহীদ জুলাই ২৪-এর পুনঃজাগরণ উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়াম মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে খাগড়াছড়ি একাদশ দল পানছড়ি একাদশ দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
রবিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান (অস্থায়ী) শেফালিকা ত্রিপুরা।
পুরস্কার বিতরণকালে খাগড়াছড়ি সদর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, খাগড়াছড়ি রিজিয়নের জি টু আই মেজর কাজী মোস্তাফা আরেফিন, খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা পরিষদের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৃষ্টি উপেক্ষা করে খেলা উপভোগ করার জন্য প্রচুর দর্শক সমাগম ঘটে।
রার/সা.এ
সর্বশেষ খবর