
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম এলাকায় ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) ও জেএসএস (সন্তু গ্রুপ)-এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে এই গোলাগুলি চলে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, প্রায় মাসখানেক ধরে বিভিন্ন দুর্গম এলাকাগুলোতে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এগুলো মূলত আধিপত্য বিস্তারের জেরেই ঘটছে। তাদের মতে, "এটা বর্তমানে বাচ্চা ছেলেদের বন্দুক খেলার মতো হয়ে গেছে। গোলাগুলির জন্য আমরা প্রতিদিনই আতঙ্কিত থাকি।" স্থানীয়রা এটিকে উভয় পক্ষের মহড়া বলেও অভিহিত করছেন।
এর আগে পানছড়ির দুদকছড়া, গিলাতলি সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই, যার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। এসব এলাকায় সেনাবাহিনী এবং বিজিবির সহযোগিতা ছাড়া এককভাবে পুলিশের পক্ষে অভিযান চালানো সম্ভব হয় না।
পানছড়ি থানার অফিসার-ইন-চার্জ মো. জসিম উদ্দিন বলেন, "পানছড়ির খুবই দুর্গম এলাকা বাবুরাপাড়া-করল্যাপাড়ার অনেক ভিতরে আজ দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে যাতায়াতের ব্যবস্থা নেই। পাহাড় ডিঙিয়ে যেতে হয়। সেনাবাহিনী এবং বিজিবির সহযোগিতা নিয়ে আমরা যৌথভাবে টহল অব্যাহত রেখেছি।"
রার/সা.এ
সর্বশেষ খবর